গাইবান্ধায় অবৈধ ৮ শ্যালো মেশিন ধ্বংস

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-23 08:26:54

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৮ শ্যালো মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে। এ সময় ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন।

অবৈধভাবে এমপি থ্রি ট্রাক্টরের মাধ্যমে বালু বহন করার অপরাধে চক রহিমাপুর গ্রামের ইজবর আলীর ছেলে রনজু মিয়া (৩০) ও আবু তালেব মিয়ার ছেলে মজনু মিয়াকে (৩২) যথাক্রমে ৫০ হাজার ও ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘তাদের জরিমানা করাসহ ৮ শ্যালো মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর