‘উৎপাদন খরচ কমাতে কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে’

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল | 2023-08-22 17:07:17

নতুন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন খরচ কমাতে কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, ‘এক সময় বাংলাদেশ ছিল খাদ্য ঘাটতির দেশ। দেশ এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ। এখন ম‌ধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।’

শনিবার (৭ সে‌প্টেম্বর) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা পুরাতন বাজারে গ্রামীণ মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘সরকা‌রের লক্ষ্য এখন নিরাপদ ও পুষ্টিমাণ সমৃদ্ধ খাদ্য নিশ্চিত করা। এছাড়া আধুনিক কৃষি ও বাণিজ্যিক কৃষির জন্য কাজ করে যাচ্ছে সরকার। কৃষিকে লাভজনক করতে হলে কৃষিপণ্য রফতানির কোনো বিকল্প নাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে।’

তিনি আরও বলেন, ‘কৃষকরা যাতে তাদের উৎপাদিত কৃষিপণ্য যথা সময়ে বাজারে বিক্রি করতে পারেন তার জন্য এলাকার সকল রাস্তা-ঘাট পাকা করা হয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর