নারায়ণগঞ্জে ২ মাদক পাচারকারীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ | 2023-08-26 06:34:59

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সাইনবোর্ড এলাকায় পুলিশ চেকপোস্টে ফেনসিডিলসহ আটককৃত দুই আসামিকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত৷

একই সঙ্গে প্রত্যেকের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে৷

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন৷ এ সময় আদালতে আসামিরা অনুপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বরিশালের পটুয়াখালীর সুমন হাওলাদার (৩৯) ও সাহাবউদ্দিন (৩৩)৷ তারা দুইজনই এই মামলায় জামিনে বেরিয়ে বর্তমানে পলাতক রয়েছেন৷

এ বিষয়ে জেলা আদালতের এপিপি অ্যাড. জাসমিন আহমেদ জানান, ২০০৯ সালের ২৯ নভেম্বর ফতুল্লার সাইনবোর্ড চেকপোস্ট এলাকা থেকে ২৬৮ বোতল ফেনসিডিলসহ আসামিদের গ্রেফতার করা হয়৷ এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করেন৷ ওই মামলায় আদালত তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন৷

এ সম্পর্কিত আরও খবর