আশুলিয়ার সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সাভার (ঢাকা) | 2023-08-07 07:25:40

সাভারের আশুলিয়ায় সুতা তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার শীপুর এলাকায় এজিজ টেক্সটাইল মিলস নামে কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: আশুলিয়ায় সুতার কারখানায় আগুন

ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, রাত ৩টার দিকে শীপুরে এজিজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও মিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট কাজ করেছে।

কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

এ সম্পর্কিত আরও খবর