বান্দরবানে মাইন বিস্ফোরণে যুবকের মৃত্যু

বান্দরবান, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বান্দরবান | 2023-08-30 06:42:53

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম মিয়ানমার সীমান্তে মাইন (বোমা) বিস্ফোরণে অজ্ঞাত এক যুবকের (৩৪) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে বিজিবির সহযোগিতায় সীমান্ত এলাকা থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নিহত যুবক মিয়ানমারের কোনো রোহিঙ্গা নাগরিক।

স্থানীয়রা জানান, ইউনিয়নের তুমব্রু সীমান্তের (বাংলাদেশ-মিয়ানমার) ৩৮-৩৯ নম্বর পিলারের মধ্যবর্তী তুইঙ্গা পাড়া এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে বিজিবির সহায়তায় কাঁটাতারের বেড়ার পার্শ্ববর্তী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বলেন, ঘটনাটি দু'একদিন আগে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমার সীমান্তরক্ষীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে যুবকের মৃত্যু হতে পারে।

এ সম্পর্কিত আরও খবর