অবৈধভাবে ভারতে প্রবেশ, আটকের ১২ বছর পর দেশে ফেরত

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর) | 2023-08-24 22:51:22

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটকের ১২ বছর পর স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরেছে চার যুবক।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের হরিদাসপুর ক্যাম্পের বিএসএফ তাদেরকে বেনাপোল চেকপোস্ট বিজিবির হাতে তুলে দেয়। পরে বিজিবি তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশে ফেরত ওই ৪ যুবক হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার লিয়াকত আলীর ছেলে আসাদুল (২২), একই গ্রামের নবাব আলীর ছেলে আরিফ খান (২৪), জিন্নাত আলীর ছেলে পয়সা খান (২৯) ও সাত্তার মিয়ার ছেলে জাহিদ (২৩)।

জানা যায়, ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে তারা ভারতে যায়। পরে দালালরা তাদের কলকাতা স্টেশনে ফেলে চলে আসে। সেখান থেকে পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। ১২ বছর পর স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তারা দেশে ফিরেছে।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদেরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত আনা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আলম জানান, পোর্ট থানা পুলিশ তাদেরকে নিজেদের জিম্মায় নিয়েছে অভিভাবকদের কাছে তুলে দেয়ার জন্য।

এ সম্পর্কিত আরও খবর