পটুয়াখালীতে ট্রাফিক পুলিশের অভিযান: ৬ দিনে ৮৪৪ মামলা

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী | 2023-08-31 16:59:52

সড়ক ও মহাসড়কে যানবাহনে শৃঙ্খলা ফেরাতে পটুয়াখালীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গত ২৮ আগস্ট থেকে এ অভিযান শুরু করা হয়। অভিযানে গত ছয় দিনে ৮৪৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পটুয়াখালীতে ট্রাফিক পুলিশের অভিযান: ৬ দিনে ৮৪৪ মামলা

পটুয়াখালী জেলা ট্রাফিক ইনস্পেক্টর হেলাল উদ্দিন জানান, সাধারণ মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে এবং ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক পুলিশ এ অভিযান পরিচালনা করছে। এই অভিযানে মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট পরার বিষয়টিকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে অধিকাংশ চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে।

পটুয়াখালীতে ট্রাফিক পুলিশের অভিযান: ৬ দিনে ৮৪৪ মামলা

সকলের সহযোগিতা পেলে সড়কে দুর্ঘটনা কমানোর পাশাপাশি সড়কে শৃঙ্খলাও নিশ্চিত করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে জেলা ট্রাফিক বিভাগ সূত্র জানায়, এ বছর ২০১৯ সালের জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আট মাসে পটুয়াখালী জেলায় ট্রাফিক বিভাগে ১২ হাজার ৫৭৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এতে সরকারের ৪৩ লাখ ৩৩ হাজার ৪৪৫ টাকা রাজস্ব অর্জিত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর