বগুড়ার করতোয়ায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বগুড়া | 2023-08-25 04:24:30

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে ডুবে মারা যাওয়া বাবা-মেয়ের মরদেহ উদ্ধারের পর নিখোঁজ শিশু অপুর্ব কুমার বুদার (৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুদা গাড়িদহ ইউনিয়নের চন্ডিজান গ্রামের উজ্জল কুমারের ছেলে।

শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে চার কিলোমিটার ভাটিতে ছোট ফুলবাড়ি গ্রামের বৈরাগী দহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে চন্ডিজান গ্রামের চন্দন কুমার তার মেয়ে কিরন বালা ও ভাতিজাকে নিয়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যান। ঘটনার ঘণ্টা খানেক পর বাবা-মেয়ের মরদেহ পাওয়া গেলেও চন্দনের ভাতিজা বুদা নিখোঁজ থাকে। গ্রামের লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবরিরা ঘটনার পর থেকেই নদীতে তল্লাশি শুরু করেন।

এদিকে করতোয়া নদীর তীরে চন্ডিজান মহাশ্মশানে এক সঙ্গে তিনজনের সৎকার করা হয়। চন্দনের মরদেহ দাহ করা হয় এবং দুই ভাই বোন কিরনবালা ও বুদাকে একই শ্মশানে সমাধি দেয়া হয়।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বার্তা টোয়েন্টিফোর.কমকে বলেন, 'নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের পর ফায়ার সার্ভিসের অভিযান সমাপ্ত করা হয়েছে।'

আরও পড়ুন: ডুবে যাওয়া মেয়েকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

আরও পড়ুন: বগুড়ায় করতোয়া নদীতে থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার

এ সম্পর্কিত আরও খবর