জামালপুরের সাবেক ডিসির বিরুদ্ধে তদন্ত শুরু

জামালপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জামালপুর | 2023-08-31 17:40:52

জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের বিরুদ্ধে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি তদন্তদের কাজ শুরু করেছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যর তদন্তে দল জামালপুরে সাবেক এ ডিসির কার্যালয়ে আসেন।

এ তদন্তে দলে আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মফিদুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উপসচিব নিরঞ্জন দেব নাথ, বিটিআরসি আইটি বিশেষজ্ঞ তৌফিক শাহারিয়ার ও মাঠ প্রশাসনের শৃঙ্খলা অধিশাখা মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাইফুল ইসলাম।

তদন্ত কমিটির সদস্যরা সাবেক এ জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সঙ্গে জড়িত নারীকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন।

এদিকে, রোববার (২৫ আগস্ট) জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক খান জানান, তদন্তের স্বার্থে এ ব্যাপারে এখনই কিছু জানানো  যাবে না।

এ সম্পর্কিত আরও খবর