টানা ২ দিন বন্ধের পর স্বাভাবিক কাঁঠালবাড়ি ফেরি ঘাট

মাদারীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 17:53:43

নাব্যতা সংকটের কারণে টানা দুই দিন অচলাবস্থার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

সকালে ১২ টি ফেরি চলাচল করেছে বলে ঘাট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত দুইদিন এই নৌরুটে ১৮ টি ফেরির মধ্য মাত্র ৩ টি ফেরি চলাচল করে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, গত কয়েকদিন ধরেই কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলে নাব্যতা সংকট  থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। সংকট নিরসনে খননকাজও চলছে। বৃহস্পতিবার সকাল থেকে রোরো, ডাম্ব ফেরিসহ মোট ১২ টি ফেরি চলাচল করছে।

এদিকে গত দুইদিন ধরে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষারত পরিবহনের চাপ বেড়ে গেছে। তবে সকাল থেকে ফেরি চলাচল করায় ঘাটে আটকা পড়া গাড়ির সংখাও কমতে শুরু করে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি  ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম বলেন, "সকাল থেকে ১২ টি ফেরি চলাচল করায় ঘাটের অবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে নাব্যতা সংকট এখনো রয়েছে। অনেক ঝুঁকি নিয়ে ফেরিগুলো চ্যানেল অতিক্রম করছে। তবে নাব্যতা সমস্যার স্থায়ী সমাধান না হলে যেকোন সময় আবার সমস্যা দেখা দিতে পারে"।

এ সম্পর্কিত আরও খবর