ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান

কুষ্টিয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া | 2023-08-11 20:57:13

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কুষ্টিয়ার ভেড়ামারা বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান। ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৬০ সালে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে দ্বিতীয় তলা করা হয় বিদ্যালয়টি। তবে ঐতিহ্যবহনকারী এই বিদ্যালয়ে বর্তমানে ২ হাজার শিক্ষার্থী রয়েছে। ২০১৫ সালে মৃদু ভূমিকম্পে গোটা ভবনজুড়ে ফাটল দেখা দিলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সরেজমিনে গিয়ে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। তবে পরিত্যক্ত হলেও ঝুঁকিপূর্ণ অবস্থায় শিক্ষা কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরেই। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরণের প্রাণহানির মতো ঘটনা। 

নবম শ্রেণীর শিক্ষার্থী আবু রাসেল বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'আমরা সব সময় ক্লাসে ভয় আর আতঙ্কের মধ্যে থাকি। মনে হয় কখন যে ছাদ ভেঙে মাথার ওপরে পড়ে।

দশম শ্রেণীর শিক্ষার্থী রাবেয়া খাতুন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'ক্লাস করতে করতেই একদিন ছাদের পলেস্তারা খসে আমার এক বান্ধবী আহত হয়েছিল। এজন্য আমরা খুবই আতঙ্কে ক্লাস করি। ভূমিকম্প হলে ভেঙে পড়তে পারে এই ভবন।' তাই এই বিদ্যালয়ে নতুন ভবন করার জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানান তিনি।
 
 
 
বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালাহ উদ্দিন আহমদ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'আমরা একটি বছর বিভিন্ন দপ্তরে ঘুরেছি। কিন্তু এই বিদ্যালয়ের জন্য কোনো ভবনের ব্যবস্থা আজও করতে পারিনি।'

কুষ্টিয়া জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আ ট ম মারুফ আল ফারুকী বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল। তাই পরিদর্শন করে সেসময় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। নতুন ভবনের জন্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।'

জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'এই বিদ্যালয়ের ভবনের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে নতুন ভবন দেওয়ার ব্যবস্থা করছি। যত দ্রুত সম্ভব এই বিদ্যালয়ের ভবনের ব্যবস্থা করা হবে।'
 

এ সম্পর্কিত আরও খবর