গাইবান্ধায় ভুয়া ডাক্তারের কারাদণ্ড

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-27 15:25:51

গাইবান্ধার পলাশবাড়ীতে মোঃ আব্দুর রাজ্জাক সরকার (আপেল) নামের এক ভুয়া ডাক্তারকে চার মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বেগম রোকেয়া ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা ও তিনটি মেশিন জব্দ করা হয়।

সোমবার (২৬ আগস্ট) বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট সতীশ চন্দ্র বর্মন চাকমা।

স্থানীয়রা জানান, পলাশবাড়ীতে বেগম রোকেয়া নামের একটি লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার খুলে কথিত আবদুর রাজ্জাক দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। বিয়য়টি প্রশাসনের নজরে আসলে সোমবার সন্ধ্যায় অভিযান চালায় প্রশাসন।

এ সময় আবদুর রাজ্জাকের ডাক্তারি সনদ না থাকায় তাকে আটক করা হয় এবং চার মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়া ঐ ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ীর ইউএনও মেজবাউল হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘অভিযান চলাকালে ঐ ডায়াগনস্টিক সেন্টারের তিনটি মেশিন জব্দ করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর