হিলি বন্দরে আমদানি বাড়ায় কমেছে পেঁয়াজের দাম

দিনাজপুর, দেশের খবর

মোসলেম উদ্দিন, উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হিলি (দিনাজপুর) | 2023-08-18 11:13:13

ঈদের ছুটির পর পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় লাগামহীনভাবে বাড়তে থাকে পেঁয়াজের দাম। ঈদের আগের তুলনায় ঈদের পরে পেঁয়াজের দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়ে যায়। হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১২ থেকে ১৫ টাকা। ২ দিন আগে প্রতি কেজি পেঁয়াজ ৪২ থেকে ৪৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৭ থেকে ৩০ টাকা কেজি দরে।

আমদনি বেশি হওয়ায় পেঁয়াজের দাম কমেছে বলে মনে করেন বন্দরের পেঁয়াজ আমদানিকারকেরা। এদিকে পেঁয়াজের আমদানি বেড়েছে কয়েকগুণ। এক সপ্তাহ আগে যেখানে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ১৮ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো, সেখানে গত দুদিনে আমদানি হয়েছে ৩৫ থেকে ৪০ ট্রাক পেঁয়াজ।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী বাবুল হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানিয়েছেন, কোরবানি ঈদের পর পেঁয়াজের আমদানি কম হওয়ায পেঁয়াজের বাজার বেশী ছিলো। দুদিনে চাহিদা অনুযায়ী পেঁয়াজের আমদানি হওয়ায় কমেছে পেঁয়াজের দাম।আমদানি স্বাভাবিক থাকলে আরো পেঁয়াজের দর কমবে বলে আশা করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর