বন্যার্তদের সহায়তায় যুক্তরাষ্ট্রের একলাখ ডলার সহায়তা

কুড়িগ্রাম, দেশের খবর

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 05:59:15

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার শনিবার (২৪ আগস্ট) কুড়িগ্রাম জেলার অষ্টমীর চর সফরকালে এই অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের পক্ষ থেকে এক লাখ ডলারের সহায়তার ঘোষণা দিয়েছেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এই সহায়তায় এক হাজার ২০০ পরিবারের ৪ হাজার ৯০০ জনের বেশি মানুষকে সাহায্য দেওয়া হবে যা বাস্তবায়িত হবে কেয়ার বাংলাদেশের মাধ্যমে ।

কুড়িগ্রামে অবস্থানকালে রাষ্ট্রদূত মিলার বন্যা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সহায়তা কিভাবে বাংলাদেশ সরকারের ত্রাণ প্রচেষ্টার পরিপূরক হিসেবে কাজ করতে পারে সে সম্পর্কে আরও জানতে স্থানীয় সরকারি কর্মকর্তা এবং এলাকাবাসীর সাথে সাক্ষাৎ করেন। তিনি নটারকান্দি হাই স্কুল পরিদর্শন করেন এবং সেখানে নগদ অনুদান, গৃহস্থালি সামগ্রী এবং মহিলা ও কিশোরী মেয়েদের স্বাস্থ্যসামগ্রী ও এ সংক্রান্ত তথ্য বিতরণ করেন।

এ সম্পর্কিত আরও খবর