চলতি বছরে চালু হবে লালমনিরহাট বিমানবন্দর

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট | 2023-08-31 12:48:45

দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লালমনিরহাট বিমানবন্দর চলতি বছরে চালু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: লালমনিরহাটে প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয়

এর আগে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরানিয়াবাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে লালমনিরহাট বিমানবন্দর ঘুরে দেখেন সমাজ কল্যাণ মন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও।

নুরুজাম্মান আহমেদ বলেন, ‘সভায় এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ও আর্থ সামাজিক উন্নয়নে পরিত্যক্ত বিমানবন্দরটি চলতি বছরে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দৈনিক অন্তত তিনটি ফ্লাইট চালু করবে বলে বিমান বাহিনীর প্রাধান আশ্বাস দিয়েছে। তবে সেটাও এ বছরেই করা সম্ভব হবে।’

এর আগে দুপুর ২টায় একটি বিশেষ উড়োজাহাজে ঢাকা থেকে সরাসরি লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন পরিদর্শনকারী দলটি।

পরে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিমান বাহিনীর হলরুমে বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টায় পুনরায় ওই উড়জাহাজে করে লালমনিরহাট ত্যাগ করেন পরিদর্শনকারী দলটি।

এ সম্পর্কিত আরও খবর