রোহিঙ্গারা রাজি না হওয়ায় প্রত্যাবাসন স্থগিত

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কক্সবাজার | 2023-08-24 21:54:49

মিয়ানমারের পাঠানো তালিকাভুক্তদের সাক্ষাৎকার নেওয়ার পর কেউ স্বদেশে ফিরতে রাজি না হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম। তবে সাক্ষাৎকার গ্রহণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরে সাক্ষ্যৎকার দেওয়া রোহিঙ্গাদের সঙ্গে আলোচনার পর এ কথা জানান কমিশনার।


মোহাম্মদ আবুল কালাম বলেন, মিয়ানমার ৩ হাজার ৫৪০ জন রোহিঙ্গার যে তালিকা পাঠিয়েছে সেই সব রোহিঙ্গার সাক্ষ্যৎকার নেওয়া অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের সাড়া না পাওয়ায় প্রত্যাবাসনের দিনক্ষণ সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে আজ বিকাল ৫টা পর্যন্ত তাদের বোঝানোর চেষ্টা করা হবে। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, মিয়ানমার, চীন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা।


এর আগে রোহিঙ্গা প্রত্যাবাসনকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে জাদিমোড়া ক্যাম্প থেকে বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু রোহিঙ্গাদের শর্তের মুখে আবারও পিছিয়ে গেলো প্রত্যাবাসন প্রক্রিয়া।

আরও পড়ুন: প্রত্যাবাসনের প্রস্তুতি নিয়ে শালবাগান ক্যাম্পে কর্মকর্তারা

এ সম্পর্কিত আরও খবর