'ঘাতকদের হাত থেকে আল্লাহ শেখ হাসিনাকে রক্ষা করেছেন'

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-10 16:36:45

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, ‘সেই ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল পূর্বপরিকল্পিত। তাই সেখানে মঞ্চ করতে দেয়া হয়নি। গ্রেনেড হামলার পর আহতদের চিকিৎসায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে কোনো ডাক্তার ছিল না। ঘাতকদের হাত থেকে স্বয়ং আল্লাহ তায়ালা
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রক্ষা করেছেন।’

বুধবার (২১ আগস্ট) গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের শহীদদের স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সেই ২১ আগস্ট গ্রেনেড হামলায় সংশ্লিষ্ট সকলকে শাস্তি পেতে হবে। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী ছিলেন না। মুক্তিযুদ্ধের সময় জিয়া পাকিস্তান সরকারের হুকুম পালনে ব্যস্ত ছিলেন।’

ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর মন্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ভাইস-চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, ফুলছড়ি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল ইসলাম বাবলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান সুজা, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশ, গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিহাদুর রহমান মওলা, ছাত্রলীগ নেতা রাকিবুদৌলা রাজু ও জাহাঙ্গীর আলমসহ অনেকে।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সম্পর্কিত আরও খবর