শালবাগান ক্যাম্পে ২১৪ রোহিঙ্গা পরিবারের সাক্ষাৎকার

কক্সবাজার, দেশের খবর

নূরুল হক, উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়ান্টিফোর.কম, টেকনাফ | 2023-08-30 01:15:45

কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে বুধবার ২১৪টি রোহিঙ্গা পরিবার সাক্ষাৎকারে অংশ নিয়েছে। গত মঙ্গলবার ২১ রোহিঙ্গা পরিবার সাক্ষাৎকারে অংশ নেয়।

দুই দিনে প্রত্যাবাসন তালিকায় নাম থাকা ২৩৫ পরিবারের সাক্ষাৎকারে অংশ নিলো। তালিকায় থাকা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন।

বুধবার (২১ আগস্ট) সাক্ষাৎকার শেষে বিকেলে এ সব তথ্য জানিয়েছেন টেকনাফের জাদিমোরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সিআইসি মোহাম্মদ খালেদ হোসেন।

তিনি বলেন, শালবন শিবিরে প্রত্যাবাসন তালিকায় নাম থাকা রোহিঙ্গারা দ্বিতীয় দিনের মতো সাক্ষাৎকারে আশানুরূপ সাড়া দিয়েছেন। তবে বড় কথা হচ্ছে কোন বাঁধা ছাড়া রোহিঙ্গারা সাক্ষাৎকার দিতে এসেছেন।

এ দিন দুপুরে শালবাগান রোহিঙ্গা শিবিরের কার্যালয়ের পাশে ত্রিপলের ঘরে রোহিঙ্গাদের সাক্ষাৎকার শুরু হয়। প্রত্যাবাসন তালিকায় নাম থাকা রোহিঙ্গা নারী-পুরুষদের একটি কাগজ নিয়ে সিআইসি কার্যালয়ে সাক্ষাৎকার দিতে আসতে দেখা যায়।

প্রথম দিনের মতো এ দিনও ইউএনএইচসিআর এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের প্রতিনিধিরা সাক্ষাৎকার দিতে রোহিঙ্গাদের ঘরে ঘরে গিয়ে বলে আসেন।

এ দিকে রোহিঙ্গাদের সাক্ষাৎকারকে ঘিরে টেকনাফের নয়াপাড়া শালবাগান রোহিঙ্গা শিবিরে আইন-শৃঙ্খলাবাহিনী ও বিভিন্ন সংস্থার লোকজনের তৎপরতা আগের চেয়ে বেশি দেখা গেছে।

এ সম্পর্কিত আরও খবর