রোদ থেকে বাঁচতে কলা পাতায় ভরসা!

লক্ষ্মীপুর, দেশের খবর

হাসান মাহমুদ শাকিল, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর | 2023-08-11 16:52:00

টানা বৃষ্টি শেষে এবার প্রচণ্ড রোদে লক্ষ্মীপুরে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রোদের তীব্রতা উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষগুলোকে প্রতিদিনের মতো কাজে বের হতে হচ্ছে। শিশু-কিশোররাও স্কুল-কলেজে ছুটছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুরে ৩২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দুপুরের দিকে স্কুল ছুটি শেষে প্রচণ্ড রোদের মধ্যে ওমর ফারুক নামে এক শিশুকে কলা পাতা মাথায় দিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে। ছাতা না থাকায় রোদ থেকে বাঁচতে কলা পাতায় যেন তার ভরসা।

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামে ওমরের দেখা মিলে। সে স্থানীয় ওপেন হার্ট কিন্ডার গার্ডেনের চতুর্থ শ্রেণির ছাত্র। তার সঙ্গেই আবদুল্লাহ ফাহিম ও মাহমুদ উল্লাহ নামে দুই শিশু ছাত্র রোদ থেকে বাঁচতে এক ছাতার নিচে মাথা গুঁজে বাড়ি যাচ্ছিল।

ওমর ফারুক বলে, ‘সকালে যখন ঘর থেকে বের হয়েছি তখন এতো গরম ছিল না। কিন্তু এখন দুপুরে প্রচণ্ড গরম। রোদে শরীর জ্বলছে। তাই একটি কলা গাছ থেকে পাতা ছিঁড়ে মাথায় দিয়ে হাঁটছি। এতে কিছুটা হলেও রোদ থেকে রক্ষা পেয়েছি। এখন তাড়াতাড়ি বাড়ি যেতে পারলেই বাঁচি।’

এ সম্পর্কিত আরও খবর