হকার মুক্ত হলো পটুয়াখালী লঞ্চঘাট পল্টুন

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী | 2023-08-31 03:33:59

পটুয়াখালী নদী বন্দরের লঞ্চঘাট পল্টুন হকার মুক্ত হয়েছে। রোববার (১৮ আগস্ট) বিকেলে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজের নেতৃত্বে পল্টুন থেকে হকারদের উচ্ছেদ করা হয়। নতুন করে যাতে পল্টুনে কোনো হকার বসতে না পারে সে জন্য কড়া নির্দেশনাও দেন তিনি।

এ সময় পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা ও সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ জানান, পল্টুন দখল করে হকারদের বসতে দেয়ায় যাত্রীদের চলাচলে সমস্যা সৃষ্টি হতো। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসলে দ্রুত হকারদের উচ্ছেদ করা হয়। আগামী দিনগুলোতে লঞ্চঘাট পল্টুনে যাতে করে হকাররা বসতে না পারে সেজন্য নদী বন্দর কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, পটুয়াখালী লঞ্চঘাট পল্টুন হকারদের দখলে এই শিরোনামে শনিবার (১৭ আগস্ট) বার্তাটোয়েন্টিফোর.কমে একটি খবর প্রকাশিত হয়।

আরও পড়ুন: পটুয়াখালীতে হকারদের দখলে লঞ্চঘাট পল্টুন

এ সম্পর্কিত আরও খবর