কমছে না কর্মস্থলে ফেরা মানুষের ভোগা‌ন্তি

টাঙ্গাইল, দেশের খবর

অভিজিৎ ঘোষ, ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল | 2023-09-01 04:01:02

ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকা ফির‌তে শুরু ক‌রে‌ছে মানুষ। বা‌সের ভাড়া বেড়ে গেছে তিনগুণ। বাধ্য হ‌য়ে পরিবার নি‌য়ে ট্রাকের ছা‌দে ফিরছেন অনেকে। কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আবার কখনও ভারি বর্ষণ মানুষের ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। অনেকটা নিরুপায় হয়ে বাস-ট্রাকসহ বি‌ভিন্ন ধর‌নের প‌রিবহন‌যো‌গে ঢাকায় ফিরছেন মানুষ।

শ‌নিবার (১৭ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ভুঞাপুর বাসস্ট্যান্ড গি‌য়ে এমন চিত্র দেখা গে‌ছে।

‌সৈকত হো‌সেন ঈদে পরিবার নি‌য়ে গ্রামের বা‌ড়ি‌তে বেড়া‌তে গিয়েছিলেন। ঈদের ছুটি শেষে এখন কর্মস্থলে ফিরতে হ‌বে। তাই স্ত্রী সন্তান নি‌য়ে বের হ‌য়ে‌ছেন। ভুঞাপুর বাসস্ট্যান্ডে ৩ঘণ্টা অপেক্ষা ক‌রেও বা‌সে উঠ‌তে পা‌রে‌নি তিনি। তাই বাধ্য হ‌য়ে বৃষ্টিতে ভি‌জে ট্রাকের ছা‌দে উঠেছেন পরিবার নি‌য়ে।

 

সৈকত ব‌লেন, ঢাকার এক‌টি বেসরকা‌রি কোম্পানীতে কাজ ক‌রি। ছুটি শেষ তাই কর্মস্থলে যাচ্ছি। কিন্তু বাসস্ট্যান্ডে দে‌খি বাস কম। ভাড়া তিনগুণ বে‌শি। তাই বাধ্য হ‌য়ে ট্রাকের ছা‌দে উঠেছি।

‌সৈক‌তের ম‌তো আরো অনেকই অভিযোগ করে ব‌লেন, ভুঞাপুর হ‌তে ঢাকার ভাড়া যেখানে দেড়শ টাকা রাখা হত সেখানে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ৪০০ থে‌কে ৫০০ টাকা ক‌রে নিচ্ছে। আবার ভুঞাপুর হ‌তে টাঙ্গাই‌ল পর্যন্ত সিএন‌জি‌তে ২০০টাকা ক‌রে নিচ্ছে চালকরা। যেখানে ভাড়া ছিল ৫০টাকা।

ত‌বে অতিরিক্ত ভাড়ার বিষ‌য়ে চালকরা জানান, ঢাকায় যাওয়ার পর ফির‌তি প‌থে যাত্রী পাওয়া যায় না। তাই একটু ভাড়া বে‌শি নেওয়া হ‌চ্ছে।

আরও পড়ুন,

নির্ধারিত সময়ের আগেই ছাড়ছে লঞ্চ

ঢাকায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো ফিরছে বিলম্বে

লঞ্চে সিট বাণিজ্য, গুনতে হচ্ছে দ্বিগুণ টাকা

এ সম্পর্কিত আরও খবর