সরগরম ঝিনাইদহের বিনোদনকেন্দ্রগুলো

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ | 2023-08-12 16:35:45

ঈদ শেষ হলেও কাটেনি আমেজ। আর তাই ঈদের তৃতীয় দিনেও ঝিনাইদহের বিনোদনকেন্দ্রগুলোতে আনন্দপিয়াসু মানুষদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক, তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কসহ বিনোদনকেন্দ্রগুলো মুখরিত হয়ে উঠে দর্শনার্থীদের কোলাহলে। নাগরদোলা, হানি সুইং, ট্রেন, লুডু খেলাসহ বিভিন্ন রাইডে অংশ নিয়ে আনন্দে মেতে উঠেন নানা বয়সী মানুষ।

শহরের বিভিন্ন বিনোদনকেন্দ্রে গিয়ে দেখা যায়, নানা বয়সী নারী-পুরুষ, শিশু বিভিন্ন রাইডে উঠা, ফুচকা-চটপটিসহ বিভিন্ন খাবার খেয়ে সময় কাটাচ্ছে।

জোহান ড্রিম ভ্যালি পার্কে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকা থেকে আসা সাদ্দাম হোসেন বলেন, ‘ঈদের দিন কোরবানির কারণে বের হতে পারিনি। মঙ্গলবার সারাদিন বৃষ্টি হয়েছে তাই আসিনি। আজ (বুধবার) বৃষ্টি না হওয়ায় এসেছি। পরিবারের সবাইকে নিয়ে একটু সময় কাটাচ্ছি।’

সদর উপজেলার নগর বাথান গ্রাম থেকে আসা জামিরুল ইসলাম বলেন, ‘সারাবছর ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারি না। ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। তাই শিশুদের নিয়ে একটু বাইরে বের হওয়া। এখানে এসে শিশুরা খুব আনন্দ করছে।’

জোহান ড্রিম ভ্যালি পার্কের স্বত্বাধিকারী মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ঈদের দিন বিকালে বৃষ্টির কারণে দর্শনার্থী কম ছিল। এছাড়াও গতকাল বৃষ্টি হয়েছে। আজ বৃষ্টি না থাকার কারণে দর্শনার্থীদের ভিড় হয়েছে। বৈরী আবহাওয়া না থাকলে আরও কয়েকদিন দর্শনার্থীরা আসবে।’

এ সম্পর্কিত আরও খবর