চুয়াডাঙ্গায় চামড়ার দাম কম

চুয়াডাঙ্গা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা | 2023-08-27 03:48:39

ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানির পর চুয়াডাঙ্গায় সোমবার (১২ আগস্ট) দুপুর থেকেই চামড়া বেচাকেনা শুরু হয়েছে। আড়তগুলোতে উপচে পড়া ভিড় রয়েছে। তবে চামড়ার মূল্য রয়েছে একেবারে কম। গত বছরের থেকে এ বছর আরও কম মূল্যে বিক্রি হচ্ছে চামড়া।

বিকেলে চুয়াডাঙ্গা শহরের রেল বাজার সংলগ্ন চামড়ার আড়তের এক দোকানে গিয়ে দেখা গেছে, মাদরাসার কয়েকজন শিক্ষক নাম মাত্র দামে গরু ও ছাগলের চামড়া বিক্রি করেছে। গত বছর বড় গরুর চামড়া ৪০০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি হয়েছিল। যা এ বছর বিক্রি হচ্ছে ৩০০ থেকে সর্বোচ্চ ৩৩০ টাকায়। আর ছাগলের চামড়া ৩০ থেকে ৪০ টাকা দামে বিক্রি হচ্ছে। যা ভ্যান ভাড়াও হয় না।

আড়তে চামড়া বিক্রি করতে আসা মাদরাসা শিক্ষক সুরুজ মোল্লা জানান, চামড়ার দাম খুবই কম। তাই লোকসানে চামড়া বিক্রি করতে হচ্ছে তাদের।

চামড়ার আড়তদাররাও জানান, শুধু চুয়াডাঙ্গাতেই নয়, এর আশপাশের জেলাগুলোতেও এবার চামড়ার দাম কম।

তবে জেলার সুশীল নাগরিক বলছে, চামড়ার দাম এ বছর কম হওয়ায় এর সঙ্গে জড়িত ব্যবসায়ী লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হবে গরিব অসহায় সাধারণ মানুষ। এক কথায় গরিবের হক মেরে খাচ্ছে এসব অসাধু চামড়া ব্যবসায়ীরা।

এ সম্পর্কিত আরও খবর