ঈদের শেষ সময়েও আসছে মিয়ানমারের পশু বোঝাই ট্রলার

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপেন্ডেন্ট, বার্তাটোয়ান্টিফোর.কম, টেকনাফ | 2023-08-19 08:09:41

কোরবানি ঈদের শেষ সময়েও আসছে মিয়ানমারের পশু বোঝাই ট্রলার। মিয়ানমার থেকে ট্রলারে করে ১ হাজার ৯৩৩টি পশু টেকনাফ করিডোরে এসেছে। এসব পশু আসছে ১৪টি ট্রলারে করে। এছাড়া আরও ১০-১২টি পশু বোঝাই ট্রলার খালাসের অপেক্ষায় রয়েছে।

শনিবার (১০ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত ১ হাজার ৪৮৬টি গরু ও ৪৪৭টি মহিষ এসেছে। এ সব পশুর করিডোর সম্পন্ন করা হয়।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো: ময়েজ উদ্দিন বলেন, কোরবানি উপলক্ষে মিয়ানমারের থেকে সাগর পাড়ি দিয়ে আসা গবাদি পশু বোঝাই ট্রলার শাহপরীর দ্বীপ করিডোরে আসছে। শনিবার সন্ধ্যা পযর্ন্ত ১ হাজার ৯৩৩টি পশু খালাস করা হলেও, আরও দেড় হাজারের মত পশু নাফনদীতে খালাসের অপেক্ষায়।

তবে ছয়দিন বন্ধের পর গত শুক্রবার (৯ আগস্ট) ২ হাজার ৯৬৪টি গবাদি পশু এসেছে। এর আগে আগস্ট মাসের দুই দিনে এসেছিল ২ হাজার ৬২৮টি পশু। এতে ১৩ লাখ ১৪ হাজার টাকা রাজস্ব আদায় হয়। গত জুলাই মাসে ১০ হাজার ৯৫টি পশু এসেছিল। এর থেকে ৫০ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা রাজস্ব পায়। 

পশু ব্যবসায়ী মো: শহিদ বলেন, 'আবহাওয়ার পরিস্থিতি ভাল হওয়ায় মিয়ানমার থেকে বিপুল পরিমান পশু আসছে। এখনও বেশ কিছু পশু বোঝাই ট্রলার খালাসের অপেক্ষায় রয়েছে। তবে পশু আসার কারণে স্থানীয় বাজারে পশুর চাহিদা পূরন হবে।' 

এ সম্পর্কিত আরও খবর