ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম, প্যানেল চেয়ারম্যান ও সচিবের কারাদণ্ড

নড়াইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নড়াইল | 2023-08-24 22:22:27

নড়াইল সদর উপজেলা বিছালী ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণের অনিয়মের অভিযোগে প্যানেল চেয়ারম্যান গাজী হাফিজুর রহমান ও সচিব অসিম কুমার বিশ্বাসকে ৩ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আল আমিন এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের জন্য বিতরণকৃত ফিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদে অভিযান চালান। চাল বিতরণে অনিয়ম হওয়ায় এসময় প্রায় ৭৫ মণ চাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন প্যানেল চেয়ারম্যান গাজী হাফিজুর রহমান ও ইউনিয়ন পরিষদের সচিব অসিম কুমার বিশ্বাসকে ৩দিনের কারাদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আল আমিন প্যানেল চেয়ারম্যান ও সচিবকে ৩দিনের কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'তাদের
কারাগারে প্রেরণ করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর