গাইবান্ধায় বাড়ছে ডেঙ্গু রোগী, বেড সংকটে বারান্দায় চিকিৎসা

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-18 02:51:52

গাইবান্ধা জেলায় বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ৪ আগস্ট ডেঙ্গু রোগী ছিল ২৬ জন। যা চার দিনের ব্যবধানে বেড়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। ফলে গাইবান্ধা জেলা সদর হাসপাতলে বেড সংকট দেখা দেওয়ায় বেশ কিছু ডেঙ্গু রোগীকে বারান্দায় বেড দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

জানা গেছে, বৃহস্পতিবার ( ৮ আগস্ট) বিকেল পর্যন্ত হাসাপাতালটিতে ভর্তি হয়েছিলেন ৪৭ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ৮ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্বেচ্ছায় ছাড়পত্র নিয়েছে ১১ জন। পলাতক রয়েছে ৪ জন এবং ২৪ জন রোগী হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন নার্স সুপারভাইজার মাসুমা আকতার।

এদিকে ডেঙ্গু আক্রান্ত ৬ জন রোগী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসাপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির টিএইচও ডা. মজিদুল ইসলাম। এর মধ্যে ২ জন রোগী ঢাকায় শনাক্ত ও ৪ জন এ হাসপাতালে শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।

জানা যায়, ডেঙ্গু আক্রান্ত রোগীরা সবাই গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তারা সবাই ঢাকাস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এরপর নিজ এলাকার জেলা ও উপজেলা হাসপাতালে ভর্তি হন তারা। এর মধ্যে মঙ্গলবার গাইবান্ধার হরিনাবাড়ী এলাকার রিয়ানা খাতুন নামের এক শিশু রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আল-আমিন মিয়া (২০) নামে এক রোগী গাইবান্ধা সদর হাসপাতালের বেডে শুয়ে আছেন। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালির মান্দুরা গ্রামের ফজলুল হকের ছেলে। আক্রান্ত আল-আমিন মিয়া বলেন, আমি ঢাকার ইলেক্ট্রিশিয়ানে কাজ করি। সেখানে মেসে থাকা অবস্থায় জ্বর আসলে বাড়িতে এসে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হই।

গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ পরিচালক) ডা. মো. মাহফুজার রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, একদিকে বন্যা পরবর্তীতে বেড়েছে পানিবাহীত রোগ। অন্যকদিকে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী। এতে ২০০ শয্যার এ হাসপাতালে ক্রমান্বয়ে বাড়ছে রোগীর  ভিড়। এতে রোগীদের দেখা দিয়েছে বেড সংকট।

এ সম্পর্কিত আরও খবর