মেহেরপুরে ৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত

মেহেরপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মেহেরপুর | 2023-08-31 13:25:40

মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় ৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা ৪৮ জন।

এদিকে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে হাসপাতালে স্বল্প জনবল নিয়ে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মেহেরপুর জেনারেল হাসপাতালে ৬ জন ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন ভর্তি রয়েছে। জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৮ জন। আর নতুন ভর্তি হওয়াদের মধ্যে স্থানীয় ৩ জন ও বাকিরা ঢাকা থেকে এলাকায় এসে ভর্তি হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত রোগী ঢাকার একটি কলেজের প্রভাষক ও গাংনী উপজেলার শানঘাট গ্রামের আহসান হাবীব বলেন, ‘আমি ঢাকার নিউ মার্কেট এলাকায় থাকি। সেখান থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি।’

গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, ‘আমার এখানে মাত্র ৫ জন ডাক্তার রয়েছে। যারা জরুরি বিভাগ, ইনডোর ও আউটডোরে চিকিৎসা দিতেই ব্যস্ত থাকেন। এর মধ্যে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় এক ধরনের সংকট সৃষ্টি হয়েছে। ঢাকা থেকে আরও ডেঙ্গু রোগী আসবে বলে আশঙ্কা করছি। সেক্ষেত্রে চিকিৎসা সেবা দিতে আমাদের হিমশিম খেতে হবে।’

গাংনী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহসীন ফেরদৌসি বলেন, ‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি করণীয় হচ্ছে ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংস করা। আতঙ্কিত হওয়ার দরকার নেই। তিনদিনের বেশি কোনো জায়গায় পানি জমতে দেওয়া যাবে না। সবাই নজরদারি করলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।’

এ সম্পর্কিত আরও খবর