৩ ফেরি দিয়ে যাত্রী পারাপার, অপেক্ষায় হাজারো যান

মুন্সিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মুন্সীগঞ্জ | 2023-08-30 06:35:58

বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৮টার দিকে সীমিত আকারে ছয়টি ফেরি চালু করা হয়। সাড়ে ৮টার দিকে ‘কে টাইপ’ তিনটি ফেরি ফের বন্ধ রাখা হয়। রোরো তিনটি ফেরি দিয়ে শুধু যাত্রী পারাপার করা হচ্ছে। কোনো প্রকার যানবাহন পারাপার করা হচ্ছে না।

বুধবার (৭ আগস্ট) দুপুর পৌনে ১২টা থেকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। বাস ট্রাক ওই সময় থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রাইভেট কারসহ হাজারো যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন উভয় ঘাটের যাত্রীরা।

বিআইডব্লিউটিসি মাওয়া উপ-মহাব্যবস্থাপক নাছির মোহাম্মদ চৌধুরী বলেন, ‘বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল দীর্ঘ সময় বন্ধ রাখা হয়। আজ সকালে তিনটি কে টাইপ ও তিনটি রো রো দিয়ে চালু করা হলেও আবার সাড়ে ৮ টার পর ঘাট থেকে আর ফেরি চালু করা যায়নি।

তিনি আরও বলেন, ‘শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১৮টি ফেরির মধ্যে এখন তিনটি রো রো চলছে। কোনো গাড়ি পার করা সম্ভব হচ্ছে না। শুধু যাত্রীদের পার করা হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর