পদ্মায় নিখোঁজ গরুবোঝাই ট্রলার উদ্ধার

মাদারীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর | 2023-09-01 03:05:59

বুধবার (৭ আগস্ট) দুপুরে ফরিদপুর জেলার কিছু ব্যবসায়ী ট্রলারে করে গরু নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। পরে মাঝ পদ্মায় ইঞ্জিন বিকল হয়ে পাখা ভেঙে যায় ট্রলারটির। প্রচণ্ড স্রোতে গন্তব্যের পথে না গিয়ে মাদারীপুরের শিবচরের চরজানাজাত ইউনিয়ন সংলগ্ন পদ্মার এক ডুবোচরে আটকে যায় ট্রলারটি।

পরে জরুরি নম্বর ৯৯৯ এ কল পেয়ে বিকালের দিকে বাল্কহেড (বড় বালুবাহী ট্রলার) নিয়ে ডুবোচরে আটকে থাকা ট্রলারটির খোঁজে নামে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেনের নেতৃত্বে একটি দল।

দীর্ঘক্ষণ পদ্মা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে রাত ১০টার দিকে শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের একটি দূর্গম ডুবোচর থেকে গরুবোঝাই ট্রলারটি ও ব্যবসায়ীদের উদ্ধার করতে সক্ষম হন তারা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ইঞ্জিন বিকল হয়ে পদ্মার ডুবোচরে আটকে গেলে ট্রলার থেকেই ৯৯৯ এ ফোন করে সাহায্য চাওয়া হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেনসহ নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল পদ্মায় অভিযান চালিয়ে ট্রলারটি উদ্ধার করে।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল, পদ্মার চরে নিখোঁজ গরু বোঝাই ট্রলার

এ সম্পর্কিত আরও খবর