মহাসড়কে ধান ছিটিয়ে খাদ্য গুদামের কর্মকর্তা অপসারণের দাবি

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট | 2023-08-20 09:51:41

ধান ক্রয়ে হয়রানি ও ঘুষ গ্রহণের প্রতিবাদে মহাসড়কে ধান ছিটিয়ে খাদ্য গুদামের কর্মকর্তাকে অপসরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার কৃষকেরা।

বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলা খাদ্যগুদামের সামনে ঘণ্টা ব্যাপী মানববন্ধন করেন তারা। এসময় তারা মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে অপসরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

এর আগে উপজেলার ভুক্তভোগী কৃষকরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু করে কৃষকেরা একটি বিক্ষোভ মিছিল লালমনিরহাট-বুড়ীমারী মহাসড়ক হয়ে গুদামের সামনে মানববন্ধন করেন। এ সময় মহাসড়কে ধান ফেলে আধঘণ্টা লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

উপজেলার কৃষকেরা মানববন্ধন করেন 

 

কৃষকের অভিযোগ, সরকার তালিকা অনুযায়ী কৃষক প্রতি ৪৮০ কেজি ধান ক্রয় করার কথা থাকলেও সেই সুবিধা কৃষকেরা সুবিধা পাচ্ছে না। বরং কৃষকের ধান ক্রয় না করে ঘুষের বিনিময়ে ব্যবসায়ীদের ধান ক্রয় শুরু করেন আদিতমারী উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা কাণিজ ফাতেমা। আর যাদের তালিকা তৈরি করা হয়েছে গুদামে গিয়ে জানা যায় তাদের ধান অনেক আগেই গুদামে ক্রয় করা হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকেরা জানান, গুদামের দারোয়ান চঞ্চল বিভিন্ন অজুহাতে হয়রানি করে টাকা দাবি করেন। ৪৮০ কেজি ধান বিক্রি করতে গুদামে ৫০০ থেকে হাজার টাকা ঘুষ গুনতে হয়। টাকা না দিলে ধান গুদামে যায় না। এমনকি ধান গেলেও বিল দেন না গুদাম কর্মকর্তা। কৃষকদের গেটের বাইরে বের করে দিয়ে ব্যাবসায়ীদের ধান ক্রয় করেন গুদাম কর্মকর্তা।

হয়রানি ও ঘুষ গ্রহণের প্রতিবাদে ে মানববন্ধন করেন তারা 

 

উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) কাণিজ ফাতেমার এমন হয়রানি আর ঘুষ গ্রহণের প্রতিবাদে এবং দ্রুত তাকে অপসরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ভুক্তভুগি কৃষকেরা।

এ নিয়ে জানতে চাইলে উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসিএলএসডি) কাণিজ ফাতেমা বলেন, কৃষকদের এই অভিযোগ মিথ্যা বানোয়াট। মূলত সময়মতো ধান ক্রয় করতে পারছিনা বলেই তারা আজকে বিক্ষোভ মিছিল করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সারপুকুরের কৃষক আব্দুল বাকী, কমলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল ক্বারী, মহিষখোচার কৃষক নজরুল ইসলাম মেরাডোনা ও আব্দুল কাহার প্রমুখ।

আরও পড়ুন,

কৃষকদের গেটের বাইরে রেখে ব্যবসায়ীর কাছ থেকে ধান সংগ্রহ

এ সম্পর্কিত আরও খবর