'প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য'

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঠাকুরগাঁও | 2023-08-24 04:01:25

'প্রতি ঈদেই চাল পাই। একটা সময় ছিল যে, ঈদের আগেই চিন্তায় পড়ে যেতাম সকলেই, কী করব না কী করব? কিন্তু এখন আর চিন্তা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, আমাদের মতো অসহায় গরিবদের পাশে থাকার জন্য।'

বুধবার (৭ আগস্ট) দুপুরে ঈদুল আযহা উপলক্ষে ঠাকুরগাঁও সালন্দর ইউনিয়নে ভিজিএফের চাল পাওয়ার ঠিক এভাবেই মনের আবেগ তুলে ধরেন আঞ্জুমানআরা বেগম, হোসনে আরা, মানিক হোসেন সহ আরও অনেকেই।

এর আগে ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক ভাবে এক হাজার ৮০০ জন কার্ডধারী হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলম মুকুল।

চাল হাতে পেয়ে মুখে হাসি নিয়ে আব্দুল মালেক নামের আরেক ব্যক্তি বলেন, 'গরিব বলে একটা সময় কেউ আমাদের মূল্যায়ন করত না। এই চেয়ারম্যান আসার পর থেকেই প্রতিবার আমরা এই চালটা পাই। প্রধানমন্ত্রী আমাদের মতো এই অসহায়দের পাশে থাকছে, এটার মতো ভালো জিনিস আর কী হতে পারে।'

এ সময় প্রায় ঐ ইউনিয়নের কার্ডধারী হতদরিদ্রদের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদের সচিব আশরাফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সালন্দর ইউনিয়নরে চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল বলেন, 'প্রধানমন্ত্রী প্রতিটি সময় জনগণের কথা চিন্তা করেন। যার বাস্তব প্রমাণ এই ভিজিএফের চাল। ঈদ হওয়ার ঠিক আগেই তিনি এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন। এই ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ প্রধানমন্ত্রীকে।'

এ সম্পর্কিত আরও খবর