ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৬৩ ডেঙ্গু রোগী ভর্তি

ফরিদপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর | 2023-08-22 19:07:57

ফরিদপুরে ডেঙ্গু জ্বর পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৩২৩ জন রোগী। হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন ১৯৮ জন রোগী।

ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জেনারেল হাসপাতাল, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেক্স এবং আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন করে মোট নয় জন, বেসরকারি প্রতিষ্ঠান ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন এবং আরোগ্য সদন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭জন।

ফরিদপুরের সিভিল সার্জন এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে মঙ্গলবার পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত মোট ৩২৩ জন ভর্তি হয়েছিলেন। এরমধ্যে ভর্তি আছেন ১৯৮ জন। ফরিদপুর মেডিকেলে ১৫২ জন, জেনারেল হাসপাতালে ৯ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ডায়াবেটিক হাসপাতালে ২২ জন, আরোগ্য সদনে ১১জন এবং ইসলামী ব্যাংক হাসপাতালে একজন ভর্তি রয়েছেন।

এছাড়া এ পর্যন্ত ১০১ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ২৩ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। যার মধ্যে মারা গেছেন একজন।

এ সম্পর্কিত আরও খবর