মানিকগঞ্জে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-11 09:15:15

মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজু খান (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি জেলার হরিরামপুর উপজেলার চালা গ্রামে। গত ৩ আগস্ট রাজু খান জ্বর ও সার্জিক্যাল সমস্যা নিয়ে ঐ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সোমবার (৫ আগস্ট) ভোর ৫টার দিকে রাজু খান মারা যান। মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মাহাবুবুল হাসান ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

এদিকে সোমবার ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজু খান মারা গেলেও মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমীন আকন্দ মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত সিনিয়র নার্স নমিতা তজু জানান, ৩ আগস্ট বেলা ১২টার দিকে রাজু খান জ্বর ও সার্জিক্যাল সমস্যা নিয়ে ভর্তি হন। পরের দিন বিকাল ৪টার দিকে ঐ রোগীর ডেঙ্গু পজেটিভ ধরা পরে। এরপর থেকে ঐ রোগীর ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছিল।

নমিতা তজু আরও জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত ১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালটিতে ভর্তি রয়েছেন।

অপর দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লুৎফর রহমান জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ১১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর