ধানের ন্যায্যমূল্য দিতে না পারায় ক্ষমা চাইলেন কৃষিমন্ত্রী

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল | 2023-08-29 06:05:56

কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য দিতে না পারায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

সোমবার (৫ আগস্ট) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভাঙন পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। ওই সময় ধানের ন্যায্যমূল্য না পাওয়া নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে ক্ষমা চান তিনি।

এ সময় কৃষিমন্ত্রী জানান, আগামী বছর থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করবে সরকার।

তিনি আরও জানান, বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি কাটিয়ে নিতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্তরা যে পর্যন্ত ক্ষতি পুষিয়ে উঠতে না পারবেন, ততদিন পর্যন্ত তাদের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হবে।

পরে কৃষিমন্ত্রী ভূঞাপুর উপজেলার গাবসারা ও নিকরাইল ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ ছোট মনির, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ভূঞাপুর পৌর মেয়র মাসুদুল হক মাসুদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর