বরগুনায় কিশোরী আত্মহত্যায় ৩ জনের যাবজ্জীবন

বরগুনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা | 2023-08-02 14:26:47

বরগুনার পাথরঘাটায় কিশোরী আত্মহত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের নারী শিশু ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- হাসিব হোসেন, ইদ্রিস হোসেন, হায়দার হাওলাদার। মামলার রায় ঘোষণার সময় হায়দার হাওলাদার অনুপস্থিত ছিলেন। আসামিদের বাড়ি পাথরঘাটার মানিকখালী এলাকায়।

মামলার এজাহারে জানা যায়, ২০১৭ সালের ১০ জুলাই বরগুনার পাথরঘাটার মানিকখালীতে বিয়ের প্রলোভনে রেবা নামে এক কিশোরীকে ধর্ষণ করে ওই আসামিরা। পরে প্রধান অভিযুক্ত আসামি হাসিব তার বাড়িতে রেখে আরও কয়েকদিন ধর্ষণ করেন। এরপর বিয়ে করতে রাজি না হলে ধর্ষণ মামলা দায়ের করে কিশোরী। এক পর্যায়ে স্থানীয়দের চাপে ওই কিশোরীকে বিয়ে করে হাসিব। তবে বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতন করলে আত্মহত্যা করে রেবা।

এরপর এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। রেবার বাড়িও পাথরঘাটার মানিকখালী এলাকায়।

এ সম্পর্কিত আরও খবর