কুড়িগ্রামে ৩১ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৮ জন

কুড়িগ্রাম, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, করেসপন্ডেন্ট | 2023-08-28 08:21:36

কুড়িগ্রামে এ পর্যন্ত ৩১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৮ জন রোগী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (৪ আগস্ট) পর্যন্ত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে শনাক্তকৃত ২৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৬ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। আর বাকি ছয়জন চিকিৎসা নিয়ে চলে গেছে। এছাড়াও রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে দুই জন এবং ফুলবাড়ীতে চিকিৎসা নিয়েছেন একজন।

এদিকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর পরীক্ষা করানোসহ ডেঙ্গু কর্নার খোলা হয়েছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান সরদার বলেন, 'জেনারেল হাসপাতালে ২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ছয়জনকে রেফার করা হয়েছে, ছয়জন ছুটি নিয়ে চলে গেছে। আর বাকী ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করেছি। হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ডেঙ্গু কর্নার খুলে সেখানে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।'

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম বলেন, 'এ পর্যন্ত কুড়িগ্রাম জেলায় ৩১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম সদর হাসপাতালে ২৮ জন, রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন এবং ফুলবাড়ীতে একজন। আমরা ডেঙ্গু রোগীর বিষয়ে সতর্ক আছি।'

এ সম্পর্কিত আরও খবর