সরকারের পদক্ষেপ দেখতে বন্যাদুর্গত এলাকায় জিএম কাদের

কুড়িগ্রাম, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম | 2023-08-12 23:20:13

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘বন্যাদুর্গত এলাকায় জনগণের দুঃখ, দুর্দশা লাঘবে সরকার কী পদক্ষেপ নিয়েছে বিরোধীদলীয় নেতা হিসেবে সেগুলো দেখার জন্য এসেছি। বন্যাদুর্গতদের সহায়তায় স্থায়ী বন্দোবস্ত করা উচিৎ। যারা সব সময় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, সেসব এলাকা জরিপ করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে হবে।’

শনিবার (৩ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁছগাছী কলেজ মাঠে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।

ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা শহরের মানুষ ডেঙ্গু আতঙ্কে আছে। অল্পতেই ভয় পেয়ে যাচ্ছে, মশা দেখলেই ভয় পাচ্ছে। এই ধরনের আতঙ্কের কারণ হলো- জ্বর হলে ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু হলে মানুষ মারা যাচ্ছে। এই আতঙ্ক থেকে মানুষকে রক্ষা করার দায়িত্ব ছিল সরকারের।’

এ সময় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর (অব:) আশরাফুদ্দৌলা তাজ, যুগ্ম-দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর