লাজ ফার্মাসহ ৩ ফার্মেসিকে জরিমানা

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ | 2023-08-24 16:58:35

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অধিক মূল্যে ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে লাজ ফার্মাসহ তিন ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তারের নেতৃত্বে চাষাঢ়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় অধিক মূল্যে ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে লাজ ফার্মাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই কারণে রাদি ফার্মাকে ১০ হাজার টাকা এবং রনি ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, ‘আমরা তিনটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করি। ওই ফার্মেসিগুলো অধিক মূল্যে ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করছিল। এ কারণে তাদের মোট ৬০ হাজার টাকা জরিমানা করি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন- জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার ইকবাল হোসেন, ভ্রাম্যমাণ আদালতের পেশকার, জেলা পুলিশ ও আনসার সদস্যরা।

এ সম্পর্কিত আরও খবর