ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত ৬৪ জন হাসপাতালে

ফরিদপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর | 2023-09-01 04:34:36

ফরিদপুরে বুধবার (৩১ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে সাতজন বাড়ি ফিরে গেলেও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ৫৫ জন রোগী ভর্তি রয়েছেন।

গুরুতর অসুস্থ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রোগীদের মধ্যে দুইজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে। বাকিরা ঢাকায় অবস্থানকালে ডেঙ্গু আক্রান্ত হন।

হাসপাতাল সূত্রে জানাগেছ, গত ২০ জুলাই থেকে রোগী আসা শুরু হয়। গত ১০ দিনে ফরিদপুর মেডিকেল কলেজ হাপসাতালে ৪৭ জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে এখান থেকে চার জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দুজনকে ঢাকা পাঠানো হয়েছে। ৪১ জন ভর্তি রয়েছেন। যাদের দুজন বাদে সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে ফরিদপুরে এসেছেন।

জানা যায়, স্থানীয়ভাবে আক্রান্ত হওয়া রোগীরা হলেন- সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের সালাম শেখের স্ত্রী কমেলা বেগম (৩২) ও কানাইপুর ইউনিয়নের উজানমল্লিকপুর গ্রামের রাজ্জাক মোল্যার ছেলে মাসুদ মোল্যা (২২)।

এছাড়া ফরিদপুর ডায়বেটিক হাসপাতালের ১১ জন রোগী ভর্তি হয়েছিলেন। যাদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফরিদপুর জেনারেল হাসপাতাল দুইজন ও আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে চারজন রোগী ভর্তি রয়েছেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাহ্ফুজুর রহমান বলেন, ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, আমরা তা নিয়েছি। ডেঙ্গু আক্রান্ত রোগীদের সকলকে বিনামূল্যে চিকিৎসা দেওয়াসহ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর