যুব সমাজকে বাঁচতে হলে খেলার মাঠে আসতে হবে

ফরিদপুর, দেশের খবর

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর | 2023-08-31 19:11:52

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যুব সমাজ আমাদের অহংকার। এদের মধ্যে অনেকে নানা প্ররোচণার শিকার হয়ে ভুল পথে চলে যায়। আমাদের যুব সমাজ যেন সেদিকে না যেতে পারে- এ জন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে। যুব সমাজকে জীবনে ভাল কিছু করতে হলে, বাঁচতে হলে খেলার মাঠে আসতে হবে। খেলাধুলা করলে শরীর মন ভালো থাকে। মেধা মননের বিকাশ হয়।

মঙ্গলবার (৩০ জুলাই) ফরিদপুরে উপজেলা প্রশাসন আয়োজিত খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফরিদপুরের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, জেলা প্রশাসক অতুল সরকার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইব্নে সালাম, জেলা ছাত্র লীগের সভাপতি নিশান মাহমুদ শামীম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

খেলায় ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়ন অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মাচ্চার ইউনিয়ন একাদশের সাথে কানাইপুর ইউনিয়ন একাদশের খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে মাচ্চর ইউনিয়ন ১ গোল করে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে কানাইপুর গোল পরিশোধ করে খেলা সমতায় আনে।  

উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে প্রত্যেক দলকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর