সোনারগাঁয়ে ডাকাতি মামলায় ৫ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ | 2023-08-15 15:51:00

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় পাঁচ জনের ৯ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

সোমবার (২৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন, সোনারগাঁ উপজেলার কাঁচপুর সোনাপুর গ্রামের মানিক মেম্বারের ছেলে গোলাম সারোয়ার ওরফে গোলাপ (২৮), একই উপজেলার ফতেপুর গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে ইমান হাসান (২৬), বন্দর উপজেলার মুরাদপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে বকুল মিয়া ওরফে রাজা (২৭), একই উপজেলার ফুলহর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে রানা (২৮) ও মুন্সিগঞ্জ গজারিয়া থানার কলমেরকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ফারুক হোসেন (২৭)।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, ২০১৪ সালের ৫ নভেম্বর রাত ৩টায় উল্লেখিত আসামিরা সোনারগাঁ উপজেলার পশ্চিম বেহাকৈর গ্রামে আইয়ুব আলীর বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে যায়। এ ঘটনায় আইয়ুব আলীর স্ত্রী ফয়জুন্নেছা মুক্তা ওরফে রোজিনা বাদী হয়ে অজ্ঞাত ডাকাতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর