গোপালগঞ্জে বাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৪

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ | 2023-08-26 08:54:18

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস উল্টে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে।

সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নড়াইল জেলার নড়াগাতি থানার জলাডাঙ্গা গ্রামের লোকমান মোল্লা (৬০), একই থানার ডুমুরিয়া গ্রামের গফ্ফার মোল্লা (৬৫), কিবরিয়া মোল্লা (৫০) ও চান মিয়া (৩০)।

নিহতরা দুর্ঘটনা কবলিত বাসের ছাদে ছিলেন। তারা শ্রম বিক্রি করতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারে যাচ্ছিলেন।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বাসটি গোপালগঞ্জ থেকে কাশিয়ানী উপজেলার বেশপুরে যাচ্ছিল। পথে ওই এলাকায় বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে একজন মারা যান।

বর্তমানে আহতরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

দুর্ঘটনার শিকার বাসটির যাত্রীরা জানান, বাসটি বিভিন্ন স্ট্যান্ডে সময়ক্ষেপণ করে। এতে নির্দিষ্ট সময় কমে যাওয়ায় বাসটি দ্রুতগতিতে চালাচ্ছিলেন চালক। পরে দ্রুতগতিতে মোড় ঘোরার সময় বাসটি সড়কের উপর উল্টে যায়।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর