গাইবান্ধাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি আমির খসরুর

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-26 05:18:51

গাইবান্ধাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ‘নদী বেষ্টিত এলাকা গাইবান্ধা। নদ-নদীর তীরে ও চরাঞ্চলের মানুষ প্রতিবছরে বন্যার পানিতে প্লাবিত হয়। তাদের দুর্ভোগের অন্ত নেই। এ অঞ্চলকে অতি দ্রুত বন্যা দুর্গত এলাকা ঘোষণা করা হোক।’

রোববার (২৮ জুলাই) বিএনপির আয়োজনে গাইবান্ধার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, ‘এবারের বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। লাখো মানুষ চরম দুর্ভোগে রয়েছে। তাই বিএনপির নেতৃবৃন্দরা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। যা চলমান থাকবে।’

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ, ফারুক আলম, ডা. জিয়াউল আহসান জিয়া, সাধারণ সম্পাদক মাহামদুন নবী টিটুলসহ জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর