‘খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার’

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর | 2023-08-26 10:07:14

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে সরকার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেছেন, ‘কারাবন্দি খালেদা জিয়া খুবই অসুস্থ। তাকে কোন চিকিৎসা দেওয়া হয়নি। তার কিছু হয়ে গেলে এর দায় সরকারকেই নিতে হবে।’

রোববার (২৮ জুলাই) দুপুরে নাটোর শহরের আলাইপুরের অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, ‘বেগম জিয়াকে কারাগারে নেওয়ার সময় সুস্থ ছিলেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে স্যাঁতসেঁতে পরিবেশে তাকে অন্যায়ভাবে বন্দী রাখা হয়েছে। সাবেক একজন প্রধানমন্ত্রী হিসেবেও তাকে ন্যুনতম কৃপা করা হচ্ছে না। আমাদের পক্ষ থেকে বারবার বলার পরও তার যথোপযুক্ত চিকিৎসা দিচ্ছেনা সরকার। গত তিন মাসে খালেদা জিয়ার অসুস্থতা আরও বেড়েছে।’

বিএনপির জাতীয় কাউন্সিলের প্রসঙ্গে দলের শীর্ষ পর্যায়ের এ নেতা বলেন, ‘আগামীতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবে বিএনপি। জাতীয় কাউন্সিলে নির্বাচিত নেতৃবৃন্দ বেগম জিয়ার মুক্তিসহ বিভিন্ন আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করবে।’

জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাভোকেট শাহীন শওকত, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর