'কুড়িগ্রামকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি'

কুড়িগ্রাম, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম | 2023-08-30 11:38:57

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, 'কুড়িগ্রাম সব সময় বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করবো যে সরকার এই এলাকাকে বন্যা দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করবে এবং জনগণের পাশে দাঁড়াবে।' 

শনিবার (২৭ জুলাই) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার আরাজী ভোগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবার উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া সব সময় মানুষের জন্য ভাবতেন। গত ১৭ মাস ধরে নেত্রীকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। তিনি অসুস্থ অবস্থায় আছেন। সেকারণে আমরা সারাদেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছি।' 

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপি’র সভাপতি তাসভীর-উল-ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম পরে উলিপুর ও চিলমারী উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সম্পর্কিত আরও খবর