‘হামরা ত্রাণ চাই ন্যা, গ্রাম রইক্ষ্যা বাঁধ চাই’

কুড়িগ্রাম, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম | 2023-09-01 11:13:30

‘বাবারে হামরা ত্রাণ চাই ন্যা, হামরা চাই গ্রাম রইক্ষ্যা বাঁধ। হামরা না খ্যায়া থাইকপ্যার চাই, তবুও হামরা বানের পানির বাড়ি ভাঙা থাকি বাইচপ্যার চাই।’

এমন আকুতি জানাচ্ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চর এলাকার বাঁধে ১৫ দিন ধরে আশ্রয় নেওয়া মমিনা বেগম। চলমান বন্যায় আশ্রয় নেওয়া অসহায় বানভাসি মানুষদের একটাই চাওয়া, গ্রাম রক্ষা বাঁধ।

শনিবার (২৭ জুলাই) ধরলা নদীর তীরবর্তী জগমনের চর এলাকার বাঁধে চোখে পড়ে বন্যার্ত মানুষদের দুর্দশার চিত্র।

বানভাসি এসব মানুষ বাইরে থেকে আসা কোনো আগন্তুক দেখলেই ছুটে আসছেন তাদের দুর্দশার কথা বলতে। সেখানে আরও কথা হয় বানভাসি- হানিফ আলী, মোসলেম, হামিদুল ও মর্জিনার সাথে।

তারা জানান,তাদের গ্রামের শত শত মানুষের একটাই দাবি, গ্রাম রক্ষা বাঁধ চান তারা। এদের অনেকেই এর আগে বিভিন্ন বন্যার কবলে পড়ে চার থেকে পাঁচ বার বাড়ি সরিয়ে নিয়েছেন। বাড়ি সরাতে সরাতে তারা একদমই নিঃস্ব হয়ে পড়েছেন।

সামনের বর্ষা মৌসুমে যেন তাদের আর বাড়ি সরাতে না হয়, সেজন্য তারা গণমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে গ্রাম রক্ষা বাঁধের জোর দাবি জানান।

এ সম্পর্কিত আরও খবর