ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-09-01 07:39:48

দাবি পূরণে প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবহন মালিক-শ্রমিকদের নেতৃবৃন্দের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া বলেন, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদের যুক্তিসংগত দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন। এর প্রেক্ষিতে আমরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছি।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান জানান, পরিবহন মালিক ও শ্রমিকদের দাবিগুলো খতিয়ে দেখে যুক্তিসংগত দাবিগুলো আমরা পুরণ করার প্রতিশ্রুতি দিয়েছি। এর ফলে তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন। ধর্মঘট প্রত্যাহারের পর মহাসড়ক দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে গ্যাস ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধসহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

এ সম্পর্কিত আরও খবর