মানিকগঞ্জে কলেজছাত্র হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-26 04:59:38

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম এলাকায় কলেজ ছাত্র রাসেল হোসেন (২০) হত্যা মামলায় চার ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়াও একজনকে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুলাই) দুপুরে মানিকগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

জেলার সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম এলাকার বাছের ফকিরের ছেলে রাসেল সাভারের একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে ২০১৭ সালের ২৬ নভেম্বরে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন আসামিরা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সিংগাইর উপজেলার পশ্চিম ভাকুম এলাকার বারেক আলী বেপারীর ছেলে মো. হযরত আলী, একই উপজেলার পূর্ব ভাকুম এলাকার মৃত ফজলুল হকের ছেলে শামসু মিয়া ওরফে শামসু মেম্বার, তমিজ উদ্দিনের ছেলে রকিব আহমেদ, সবজব আলী শেখের ছেলে জাহাঙ্গীর।

এছাড়াও সিংগাইরের জয়মন্টপ বেপারীপাড়া এলাকার মজিবর ডাকাতের ছেলে হেলালুর রহমান ওরফে দুলাল মিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড কার্যকরের রায় দেন দায়রা জজ আদালতের বিচারক।

এ সম্পর্কিত আরও খবর