শায়েস্তাগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩৫

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হবিগঞ্জ | 2023-08-26 13:28:36

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার রাজিউড়া ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের জহুর উদ্দিনের ছেলে বাবর আলীর সঙ্গে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই গ্রামের মরম আলীর ছেলে কুদ্দুছ মিয়ার। এ বিরোধের জের ধরে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৩৫ জন আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

গুরুত্বর আহতরা হলেন- কুদ্দুছ আলী (৪২), বাবর আলী (৪৪), তোফাজ্জল হোসেন (২৪), আলী হোসেন (২০), ছাবর আলী (৩৬), আব্দুল খালেক (৩৫), জায়েদা খাতুন (৩০), জলিল মিয়া (৩২), হারুন মিয়া (২৮), রোজিনা আক্তার (২২), ইয়ার চান বিবি (৬৫), করিম মিয়া (৫০), শাহ আলম (২৫), ছালেক মিয়া (৪০) ও সালাম মিয়া (৩৫)। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুজ্জামান বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর