কমছে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি, রয়েছে বন্যার প্রভাব

জামালপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জামালপুর | 2023-08-26 13:42:03

যমুনা ও ব্রহ্মপুত্রের পানি কমতে থাকলেও জামালপুরে বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সড়কগুলোর যোগাযোগ কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও রেল পথ বন্ধ রয়েচে। ক্ষতিগ্রস্থ হয়েছে ২৫ হাজার ৯০০ হেক্টর ফসলি জমি ও ৪ লাখ ৫০ হাজার গবাদি পশু পাখি এবং পুকুরের মাছ ভেসে যাওয়ায় খামারিদের লোকসান হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা।

গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ২৭ সেন্টিমিটার কমে মঙ্গলবার (২৩ জুলাই) সকালে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বিপদসীমা অতিক্রম করা জেলার ৬২ টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বন্যায় জামালপুর-শেরপুরে সড়ক পানিতে তলিয়ে থাকায় যোগাযোগ বন্ধ হয়ে আছে। দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ী উপজেলায় রেল লাইনে পানি উঠায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ। বন্যা কবলিত এলাকায় ১ হাজার ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে।

এদিকে, পানি কমতে থাকলেও খাবারের অভাব ও বিশুদ্ধ পানি এবং গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে ।
বন্যা কবলিত এলাকায় ৬০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছে ৪২ হাজার ৭৩০জন বানভাসি মানুষ। এখন পর্যন্ত বন্যার পানিতে মারা গেছে শিশুসহ ২২জন মানুষ।

এ সম্পর্কিত আরও খবর